বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফেনীতে ডেঙ্গুতে সিভিল সার্জন কার্যালয় কর্মকর্তার মেয়ের মৃত্যু 

ফেনী প্রতিনিধি

ফেনীতে ডেঙ্গুতে সিভিল সার্জন কার্যালয় কর্মকর্তার মেয়ের মৃত্যু 

ফেনীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের মেয়ে মাহদিয়াত রহমান ইলার (১৮) মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ নভেম্বর) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইলার গ্রামের বাড়ি জেলার দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামে। সে ফেনী সরকারি কলেজের ছাত্রী ও এইচএসসি ফলপ্রার্থী।

ইলার পিতা মিজানুর রহমান বলেন, মেয়েটি এইচএসসি পরীক্ষা শেষে ঢাকার একটি মেডিকেল ভর্তি কোচিংয়ে ক্লাস করছিল।

গত ৭ নভেম্বর জ্বরে আক্রান্ত হয়ে ৮ নভেম্বর গ্রামের বাড়ি চলে আসে। ৯ নভেম্বর তার ডেঙ্গু শনাক্ত হলে ডাক্তার রিয়াজ উদ্দিনের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা চলছিল। 

১০ নভেম্বর রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে ১১ নভেম্বর সকালে তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

টিএইচ